রোববার ০১ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৬:৪৬, ২৫ জুন ২০২৩

মহানগর ডেস্ক

মহিষের নাম বিগবস, দাম ১৫ লাখ টাকা

প্রকাশের সময়: ১৬:৪৬, ২৫ জুন ২০২৩

মহানগর ডেস্ক

মহিষের নাম বিগবস, দাম ১৫ লাখ টাকা

ছবি সংগৃহিত

পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র ৩ দিন। এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাটগুলো। রাজধানীর গাবতলী পশুর হাটে বিশাল আকৃতির একটি মহিষ উঠেছে, খামারি তার নাম দিয়েছেন ‘বিগবস’। দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা।

রোববার (২৫ জুন) রাজধানীর প্রধান ও স্থায়ী ঐতিহাসিক গাবতলী গবাদি পশুর হাটে দেখা গেছে এই মহিষটি। ব্যাপারী দাবি করছেন এটিই গাবতলী হাটের সবচেয়ে বড় মহিষ।

হাটের ব্যাপারী মঞ্জুর রহমান জানান, মহিষটির বয়স ৫ বছর হলেও তিনি ১ বছর ধরে লালন-পালন করছেন। জাফরাবাদি জাতের এ মহিষটির নাম রাখা হয়েছে 'বিগবস'।

দামের কথা জানতে চাইলে এ ব্যাপারী বলেন, মহিষটির ওজন (লাইভ-ওয়েট) দেড় টন অর্থাৎ ১৫০০ কেজির মতো। সেই অনুযায়ী এর দাম ১৫ লাখ টাকা চাওয়া হচ্ছে। তবে ক্রেতাদের চাহিদা থাকলে আলোচনার মাধ্যমে দাম আরও কম হতে পারে। আগ্রহী ক্রেতারা অনেকে ৯ থেকে সাড়ে ৯ লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন। আরও একটু বেশি পেলে মহিষটি বিক্রি করে দেব। 

এসএ