রোববার ০১ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৯:১০, ১৩ জুন ২০২৩

মহানগর ডেস্ক

বাংলাদেশকে ৪৪৪৬ কোটি টাকার ঋণ দিচ্ছে এডিবি

প্রকাশের সময়: ১৯:১০, ১৩ জুন ২০২৩

মহানগর ডেস্ক

বাংলাদেশকে ৪৪৪৬ কোটি টাকার ঋণ দিচ্ছে এডিবি

ফাইল ছবি

অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার সমান ১০৮ টাকা ৪০ পয়সা ধরে বাংলাদেশি টাকায় এ অর্থের পরিমাণ চার হাজার ৩৩৬ কোটি টাকা।

মঙ্গলবার (১৩ জুন) ফিলিপাইনের ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয়ে এ ঋণ অনুমোদন করা হয়। পরে সংস্থার ঢাকা অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে ঋণ অনুমোদনের কথা জানানো হয়।

এডিবি জানিয়েছে, এই ঋণ এডিবির সাসটেইনেবল ইকোনমিক রিকভারি প্রোগ্রামের দ্বিতীয় সাব-প্রোগ্রাম, যা কোভিড-১৯ মহামারির পরে অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করার জন্য ২০২১ সালের অক্টোবরে চালু করা হয়েছিল। এ সাব-প্রোগ্রামটি বাংলাদেশকে রাজস্ব বাড়াতে, সরকারি ব্যয় ও পাবলিক প্রকিউরমেন্টে দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সংস্কারকে উন্নত করতে এবং ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংকিং খাত থেকে স্বল্প সুদে সাশ্রয়ী মূল্যের ক্রেডিট অ্যাক্সেস করতে সাহায্য করবে।

সংস্থার দক্ষিণ এশিয়ার প্রধান ব্যবস্থাপনা অর্থনীতিবিদ আমিনুর রহমান জানান, জেন্ডার, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাইজেশনের ওপর দৃঢ় ফোকাসসহ সাব-প্রোগ্রাম, সরকারকে দরিদ্র ও দুর্বলদের জন্য আয় বাড়াতে সহায়তা করার প্রচেষ্টাকে শক্তিশালী করতে সক্ষম হবে।

এডিবি জানায়, এ প্রোগ্রাম নতুন আয়কর আইন গ্রহণের মাধ্যমে আয়কর সংগ্রহ উন্নত হবে। করের ত্রুটি হ্রাস, সম্মতি ও প্রয়োগকারী পদক্ষেপগুলোকে শক্তিশালী করবে। দেশের করের আওতাও প্রসারিত হবে। ইলেকট্রনিক প্রকিউরমেন্ট ও ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমকে শক্তিশালী করার মাধ্যমে পাবলিক প্রকিউরমেন্টে স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানো হবে।

এসএ