
ফাইল ছবি
দুই দিনে ৪ লাখ ৩৩ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। এর মধ্যেই দেশে এসেছে ১ হাজার ২৮৮ মেট্রিক টন পেঁয়াজ।
সোমবার (০৬ জুন) কৃষি মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার থেকে এখন পর্যন্ত ১ হাজার ২৮৮ মেট্রিক টন আমদানিকৃত পেঁয়াজ দেশে এসেছে। আর গতকাল সোমবার থেকে আজ পর্যন্ত দুই দিনে ৪ লাখ ৩৩ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
সরকার ভারতীয় পেঁয়াজ আমদানির ঘোষণা দেওয়ার এক দিনের মধ্যে কমতে শুরু করেছে পণ্যটির দাম। চট্টগ্রােমর সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে মাত্র এক দিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কেজিপ্রতি কমেছে ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত। তবে খুচরা বাজারে এখনো পেঁয়াজের দাম কমার প্রভাব পড়েনি। ব্যবসায়ীরা বলছেন, দ্রুতই খুচরায়ও দাম কমে আসবে।
ব্যবসায়ীরা জানান, তিন দিন আগে আমরা পাইকারিতে দেশি পেঁয়াজ বিক্রি করেছি ৯০ টাকা দরে। ভারতীয় পেঁয়াজ চলে আসায় আজ (মঙ্গলবার) ভারতীয় পেঁয়াজ পাইকারিতে বিক্রি করেছি ৫৫-৬০ টাকা দরে।
পাইকারি বাজারগুলোতে গতকাল ভারতীয় পেঁয়াজ প্রবেশ করলেও আজ বিভিন্ন বাজারের খুচরা দোকানগুলোতে ভারতীয় পেঁয়াজ এখনো পৌঁছেনি। তবে ভারতীয় পেঁয়াজ দোকানে না এলেও আমদানির খবরে আগের চেয়ে কেজিতে ১০ টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে। যা তিন দিন আগেও খুচরায় পেঁয়াজ কেজি ৯০-১০০ টাকায় বিক্রি হয়।
এসএ