রোববার ২৬ মার্চ ২০২৩

| ১১ চৈত্র ১৪২৯

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৯:২৭, ৪ ফেব্রুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

বিএনপির বিভাগীয় সমাবেশে দু’পক্ষে মারামারি 

প্রকাশের সময়: ১৯:২৭, ৪ ফেব্রুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

বিএনপির বিভাগীয় সমাবেশে দু’পক্ষে মারামারি 

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ

চট্টগ্রাম বিএনপির বিভাগীয় সমাবেশে মঞ্চের সামনে দাঁড়ানো নিয়ে মারামারিতে জড়িয়েছে দুই পক্ষ। এতে কয়েকজন নেতাকর্মী
আহত হয়েছেন। তবে, তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর কাজীর দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে দুপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গ্রেফতার নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে কাজীর দেউড়িতে দলীয় কার্যালয়ের সামনে বিভাগীয় সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে যোগ দিতে নগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে নেতাকর্মীরা। এক পর্যায়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। সমাবেশ চলাকালে মঞ্চের সামনে দাঁড়ানো নিয়ে দুই পক্ষ লাঠিসোটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় মহানগর বিএনপির সিনিয়র নেতারা দুই পক্ষকে সরিয়ে দেয়। কিন্তু ২০-২৫ মিনিট না যেতেই আবারও দ্বিতীয় দফায় মারামারিতে জড়ায় দু’পক্ষ। পরে অবশ্য নেতা-কর্মীরা এক পক্ষকে কাজির দেউড়ির দিকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।

বিএনপির এই বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, জয়নুল আবেদীন ফারুক, গোলাম আকবর খন্দকার প্রমুখ।

এসএ