সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৬:২৩, ১৮ এপ্রিল ২০২৩

মহানগর ডেস্ক

এবার কোহলিকে আনফলো করলেন সৌরভ

প্রকাশের সময়: ১৬:২৩, ১৮ এপ্রিল ২০২৩

মহানগর ডেস্ক

এবার কোহলিকে আনফলো করলেন সৌরভ

বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলি। ফাইল ছবি

ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলির সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক তলানিতে ঠেকেছে। সেটা স্পষ্ট হয়েছে শনিবার ব্যাঙ্গালুরু-দিল্লি ম্যাচে। কোহলির ‘রক্তচক্ষু’ দৃষ্টির চাহনির পর শুভেচ্ছা বিনিময়ে সৌরভের এড়িয়ে যাওয়া। যা নজরে এসেছে সবার।

এমন ঘটনার পর ইনস্টাগ্রামে সৌরভকে ‘আনফলো’ করেন কোহলি। ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই প্রধান ‘আনফলোড’ হয়েও কোহলিকে ফলো করে চলছিলেন। এবার পাল্টা দিলেন সৌরভ। কোহলিকে ‘আনফলো’ করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

সৌরভ বিসিসিআই প্রধান থাকার সময়ই দুজনের সম্পর্কে অবনতি ঘটে। কোহলি নিজের ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পেছনে দায়ী করেন সৌরভকে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেন কোহলি। এর কিছুদিন পর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কোহলিকে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেয়।

অনেকটা অভিমান করেই ২০২২ সালের জানুয়ারিতে টেস্টের অধিনায়কত্বও স্বেচ্ছায় ছেড়ে দেন কোহলি। গত বছরের অক্টোবরে বিসিসিআই প্রধানের চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয় সৌরভকেও।

এসএ