সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৬:৩২, ৮ এপ্রিল ২০২৩

মহানগর ডেস্ক

মেসির বাড়িতে চোরের হানা

প্রকাশের সময়: ১৬:৩২, ৮ এপ্রিল ২০২৩

মহানগর ডেস্ক

মেসির বাড়িতে চোরের হানা

ছবি সংগৃহিত

পিএসজিতে খেলার সুবাদে লিওনেল মেসি এখন থাকেন প্যারিসে। তবে একটা সময় বার্সেলোনাতেই ঘরবাড়ি ছিল আর্জেন্টাইন খুদেরাজের। স্পেনে তার বাড়িও আছে। সেই বাড়িতেই হাতসাফাই করতে গিয়েছিল দুই চোর।

স্প্যানিশ টিভি চ্যানেল ‘অ্যান্টেনা ৩’-এর ‘ওয়াই আহোরা সনসোলেস’ অনুষ্ঠানে এই দাবি করা হয়। এ অনুষ্ঠানে করা দাবির বরাত দিয়ে খবরটি জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ল্যান্স।’

তারা জানিয়েছে, গত বৃহস্পতিবার ঘটেছে এই ঘটনা। বার্সেলোনার ক্যাসেলডেফেল অঞ্চলে মেসির বাড়িতে ঢোকার জন্য সবরকম চেষ্টা করতে দেখা যায় দুই চোরকে। তাদের গায়ে ছিল কালো হুডি, মাস্কে ঢাকা ছিল মুখ।

দুই চোরের বাড়িতে ঢোকার চেষ্টার ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। চোররা প্রথমে মেসির বাড়ির বাগান দিয়ে বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। তারপর দরজা এবং জানালা ভেঙে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে সে চেষ্টায় সফল হয়নি।

এরপর গ্যারেজ দিয়েও ঢোকার চেষ্টা করেছিল তারা। এর মধ্যেই পুলিশ চলে এলে দেয়াল টপকে পালিয়ে যায় দুই চোর।

এসএ