বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩

| ১১ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৭:২৫, ১৮ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

সাবাস দিশা বিশ্বাসের দল—গ্রুপ সেরা হয়ে সুপার সিক্সে বাংলাদেশ

প্রকাশের সময়: ১৭:২৫, ১৮ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

সাবাস দিশা বিশ্বাসের দল—গ্রুপ সেরা হয়ে সুপার সিক্সে বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে অপ্রতিরোধ্য বাংলাদেশ দল। গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচে একক আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে দিশা বিশ্বাসের নেতৃত্বাধীন দলটি। 

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ হারায় শক্তিশালী অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় ম্যাচে হারায় শ্রীলংকা নারী দলকে। 

বুধবার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রকে ৪ উইকেটে ১০৩ রানে গুটিয়ে দিয়ে ১৫ বল আগেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। টানা তিন ম্যাচে অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

১০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্রুত দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। ৪.৩ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২ উইকেট ২১ রান। সুমাইয়া আক্তার করেছেন ১২ বলে ১০ রান এবং আফিয়া প্রত্যাশা ১০ বলে ৮ রান করেন। এরপর তৃতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়েন দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার। ১৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২২ রান করেন স্বর্ণা। স্বর্ণাকে ফিরিয়ে জুটি ভাঙেন সাই তন্ময়ী ইয়ুন্নি। 

স্বর্ণার পর দিলারাও দ্রুত বিদায় নেন। ১৭ রান করা দিলারার উইকেট নেন ভূমিকা ভদ্রিরাজু। স্বর্ণা, দিলারা বিদায় নিলে বাংলাদেশের স্কোর হয় ৪ উইকেটে ৬৪ রান। এরপর ৫ম উইকেটে রাবেয়া আক্তার ও দিশা বিশ্বাসের ২২ রানের জুটিতে জয়ের পথে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ। আর ম্যাচ শেষ করে আসেন রাবেয়া খান ও মিষ্টি সাহা। ১৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে দিশা বিশ্বাসের দল। সর্বোচ্চ ২২ রান করেন স্বর্ণা। যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে দুটো উইকেট নিয়েছেন আদিতিবা চুরাসামা। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক গীতিকা কোদালি। ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রান করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৬ রান করেছিলেন স্নিগ্ধা পল। বাংলাদেশের বোলারদের মধ্যে দিশা বিশ্বাস ২ উইকেট এবং মারুফা আক্তার নিয়েছেন ১ উইকেট।

এসএ