বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩

| ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
২০:১০, ১৭ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

জুনে বাংলাদেশে আসছে মেসির আর্জেন্টিনা

প্রকাশের সময়: ২০:১০, ১৭ জানুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

জুনে বাংলাদেশে আসছে মেসির আর্জেন্টিনা

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল। ছবি-সংগৃহিত

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার চেষ্টা সফল হতে চলেছে বাফুফের। আগামী জুনে ঢাকায় আসছে লিওনেল মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আর্জেন্টিনার বাংলাদেশে আসা প্রায় চূড়ান্ত জানিয়ে তিনি বলেছেন, ‘প্রায় চূড়ান্ত হয়ে গেছে আর্জেন্টিনার প্রস্তাবিত সফর। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। জুনের ফিফা উইন্ডোতে আসতে চায় বলে আমাদের জানিয়েছে তারা। টার্মস অ্যান্ড কন্ডিশনে সমস্যা না হলে আগামী জুনে আর্জেন্টিনা বাংলাদেশে আসবে, এটা বলাই যায়।’

এর আগে ২০১১ সালে বাংলাদেশে এসেছিল আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ খেলেন মেসি-ডি মারিয়ারা। এবারও এই মাঠেই খেলা আয়োজন করার পরিকল্পনা বাফুফের। কিন্তু দেশের ফুটবলের প্রধানতম এই ভেন্যুতে সংস্কার কাজ চলছে। পুরো কাজ বাকি হতে এখনও বেশ বাকি।

কাজী সালাউদ্দিন অবশ্য বঙ্গবন্ধু স্টেডিয়ামেই ম্যাচটি আয়োজন করার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাফুফের পক্ষ দ্রুততার সঙ্গে কাজ শেষ করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) চিঠি দিয়েছে। বাফুফে প্রধান বলেন, ‘ম্যাচটি বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে। জরুরি ভিত্তিতে সব করে দিতে আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি, তারা রাজি হয়েছে।’

মেসিদের প্রতিপক্ষও এখনও চূড়ান্ত হয়নি। কাজী সালাউদ্দিন জানিয়েছেন, তাদের কোচের সঙ্গে আলোচনা করে কয়েকটি দেশের নাম আমাদের দেবে আর্জেন্টিনা। এরপর আমরা নামগুলো নিয়ে কাজ করে একটি দেশ ঠিক করবো।

এসএ