
ফাইল ছবি
কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হার মেনে নিতে পারছেন না অনেক ফ্রান্স সমর্থক। এদের সংখ্যা নেহাত কমও নয়। ম্যাচে রেফারিংয়ে অনেক ভুল হয়েছে এমনটি জানিয়ে ফাইনাল ম্যাচ আবারও আয়োজনে পিটিশন দায়ের করেছে ফরাসিরা।
তবে মজার ব্যাপার এবার ফরাসিদের ‘কান্না’ থামাতে পাল্টা পিটিশন দায়ের করেছে আর্জেন্টাইন সমর্থকরাও। অনলাইন প্ল্যাটটফর্ম চেঞ্জ ডট অর্গে চলছে আর্জেন্টাইন সমর্থকদের সই সংগ্রহ।
আর্জেন্টাই এক সমর্থক ভ্যালেন্তিন গোমেজের চালু করা পিটিশনে শনিবার পর্যন্ত ৫ লাখ ৭০ হাজার মানুষ সই করেছেন।
এদিকে‘ফ্রান্স স্টপ ক্রায়িং’ শিরোনামের পিটিশনটিতে লেখা হয়েছে, ‘আমরা বিশ্বকাপ ফাইনাল জেতার পর থেকে ফ্রান্সের কান্না থামছে না। তারা আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন না মেনে অভিযোগ করে চলেছে। এই পিটিশনের লক্ষ্য ফ্রান্সের কান্না থামানো এবং তাদের এটা মেনে নেওয়া যে মেসিই ইতিহাসের সেরা খেলোয়াড়, এমবাপ্পে তার পুত্র’।
এর আগে রেফারিংয়ে অনেক ভুল হয়েছে এমনটি জানিয়ে ফাইনাল ম্যাচ আবারও আয়োজনে প্রায় ২ লাখ মানুষের সই নিয়ে পিটিশনও করা হয়।
কেডি