
লিওনেল মেসি
বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন লিওনেল মেসি। জানিয়েছেন, ফাইনালের জন্য তৈরি তিনি।
কাতার বিশ্বকাপের ফাইনালে আজ (রবিবার) ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দুই দলই এর আগে দুইবার করে শিরোপা জিতেছে। ফ্রান্সের সামনে শিরোপা ধরে রাখার হাতছানি। গত ৬০ বছরে যা কেউ করতে পারেনি। অন্যদিকে আর্জেন্টিনার সামনে ৩৬ বছরের শিরোপা খরা কাটানোর পালা।
আর্জেন্টিনা কি পারবে? পারলে পূর্ণতা পাবে মেসির ক্যারিয়ার। শুধু মাত্র বিশ্বকাপ ছাড়া বর্ণিল ক্যারিয়ারে বাকি সব কিছুই যে জেতা হয়ে গেছে তার। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে শিরোপা ঘরে তুললে উন্মুখ হয়ে আছেন মেসি নিজেও।
এসএ