বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩

| ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৪:৩৯, ১৮ নভেম্বর ২০২২

মহানগর ডেস্ক

খেলার জাদুকর মেসি : রোনালদো

প্রকাশের সময়: ১৪:৩৯, ১৮ নভেম্বর ২০২২

মহানগর ডেস্ক

খেলার জাদুকর মেসি : রোনালদো

ফাইল ছবি

পিয়ার্স মরগানকে দেয়া সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু যে ম্যানচেস্টার ইউনাইটেডের সমালোচনাই করে গেছেন সেটি নয়, নিজের দীর্ঘদিনের প্রতিপক্ষ লিওনেল মেসিকে নিয়েও কথা বলেছেন তিনি। তবে বাকিসব কথা নেতিবাচক হলেও মেসিকে নিয়ে বেশ ইতিবাচক কথাই বলেছেন রোনালদো। 

২০০৮ থেকে ২০২২, এই ১৫ বছরে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন ১২ টি ব্যালন ডি'অর। আধুনিক ফুটবল তো বটেই, ফুটবল ইতিহাসেই দুজন সমসাময়িক খেলোয়াড়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এমন নজির আর দ্বিতীয়টি নেই।

মেসির ৭ ব্যালন ডি'অরের বিপরীতে রোনালদো জিতেছেন ৫ টি। মিডিয়াতে বিভিন্ন সময়েই মেসি এবং রোনালদোকে একে অপরের সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। দুজনই বরাবর একে অপরের প্রশংসাই করে এসেছেন। মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের করা প্রশ্নেও এবার রোনালদো সেই একই পথে হেটেছেন। 

মেসিকে জাদুকরী আখ্যা দিয়ে রোনালদো বলেছেন মেসিকে খেলোয়াড় হিসেবে শ্রদ্ধা করেন তিনি, "মেসি দুর্দান্ত একজন খেলোয়াড়। তাকে জাদুকরী বলব আমি। মেসির সম্পর্কে আর কীই বা বলতে পারি আমি! আমি তাকে খেলোয়াড় এবং প্রতিপক্ষ হিসেবে শ্রদ্ধা করি।"

উল্লেখ্য, ২০২১ ব্যালন ডি'অর প্রদানের অনুষ্ঠানে মেসির সাথে ডিনার করার ইচ্ছে প্রকাশ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সুযোগ পেলে সেই ডিনারের আমন্ত্রণে সায় দিবেন বলে জানিয়েছিলেন লিওনেল মেসিও।  

কেডি