
চট্টগ্রামের ফটিকছড়িতে ‘বন্ধু পরিষদ’ কর্তৃক আয়ােজিত ‘মরহুম রফিকুল আনোয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১০ জুন) বিকালে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর এ খেলায় ২-০ গোলে কাঞ্চন নগর ইউনিয়ন একাদশকে পরাজিত করে পাইন্দং ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়।
ফটিকছড়ির পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সাংসদ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি।
উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ফাইনাল খেলার উদ্বোধক ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি।
প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাইদ ইরান।
এতে সংবর্ধিত অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল বশর ও পৌরসভা খেলোয়ার সমিতির সহ-সভাপতি আব্দুল মান্নান।
মো. আরমান ও রিয়াজ মোহাম্মদ নুরুল রাব্বির যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আবসার উদ্দিন, সুন্দর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী, আবুল কাসেম, ইফতেখার উদ্দিন লাভলু, রাশেদুল আলম চৌধুরী, মোহাম্মদ মহসিন, মো. কামাল উদ্দিন প্রমুখ।
এসময় সাবেক ছাত্রলীগনেতা সাহেদ উল আলম, মাইনুল করিম সাউকী ও গিয়াস উদ্দিন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি এস এম আবু শোয়াইব, ফটিকছড়ি বন্ধু পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল আরিফ, রাহুল, ফরহাদ, আনিস ও আনোয়ার পাভেলসহ অনেকেই উপস্থিত ছিলন।
পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে প্রাইজমানি ও ট্রপি তুলে দেন।
এআই