
এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হাইড্রোজেন পার-অক্সাইডের ড্রাম। কোথাও ছাউনির ভাঙা টিন পড়ে আছে বিক্ষিপ্তভাবে। আবার কোথাও দাউ দাউ জ্বলছে আগুন। একপাশে আগুনে পোড়া কনটেইনারের স্তূপ। শেষ হয়নি ফায়ার সার্ভিসের কর্মীদের ব্যস্ততাও।
এই দৃশ্য সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুনে পোড়া, বিস্ফোরণে বিধ্বস্ত ‘ধ্বংসস্তূপে’র। যে আগুন জ্বলেছে শনিবার (৪ জুন) রাতে। রোববার (৫ জুন) সন্ধ্যায় পাওয়া শেষ খবর বলছে, এখনও পুরোপুরি নেভেনি সে আগুন।
জেডএইচ