
অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মেয়র রেজাউল করিম চৌধুরী
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, বড় আইনজীবী হয়েও নুরুচ্ছফা তালুকদারের মধ্যে অহমিকা ছিল না। তিনি ছিলেন একজন অমায়িক, সজ্জন ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। তাঁর কীর্তিগুলো থেকে নতুন প্রজন্ম শিক্ষা গ্রহণ করতে পারে।
বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলণায়তনে চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের পিতা অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
মেয়র বলেন, যারা সমাজে কিছুটা অবদান রেখে যান আমরা তাঁদের স্মরণ করি। কারণ এর মধ্য দিয়ে আমরা ওই ব্যক্তির আদর্শ, নীতি-নৈতিকতা নিয়ে আলোচনা করি। এ থেকে আমরা শিক্ষা নিতে পারি।
তিনি আরও বলেন, অনেক সময় আমরা একটু খ্যাতি অর্জন করলেই নিজেকে অনেক কিছু মনে করি। এটা মানুষকে ধ্বংসের দিকে টানে। এটা থেকে যে মুক্ত হতে পারে সে-ই সমাজের জন্য কিছু করতে পারে। নুরুচ্ছফা তালুকদার ছিলেন সেই ধরনের একজন।
স্মরণসভায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম জিয়া উদ্দিন বলেন, অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার ছিলেন অত্যন্ত স্নেহপরায়ণ। আমরা অনেক সিনিয়রকে হারিয়েছি যারা জেলা আইনজীবী সমিতির গর্ব- তেমনই একজন অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার।
অ্যাডভোকেট নিখিল কুমার নাথের সঞ্চালনায় ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ডা. আইরিন সুলতানা, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবল হক, অ্যাডভোকেট অশোক কুমার দাশ, অ্যাডভোকেট চন্দন দাশ, অ্যাডভোকেট সুভাষ বড়ুয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রশিদ, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আসলাম খান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, রাসেল রাসু প্রমুখ।
এসবি/আরসি