সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৫:৫৮, ৪ ফেব্রুয়ারি ২০২২

রাঙ্গুনিয়া প্রতিনিধি

‘অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার ছিলেন ফুলের মতো’

প্রকাশের সময়: ১৫:৫৮, ৪ ফেব্রুয়ারি ২০২২

রাঙ্গুনিয়া প্রতিনিধি

‘অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার ছিলেন ফুলের মতো’

বক্তব্য রাখছেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম বলেছেন, ‘অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করার জন্য অবধান রেখেছেন। যদি মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখতে হয় তাহলে এই নুরুচ্ছফা তালুকদারকে আমি স্মরণ না করতে পারি কিন্তু ইতিহাসের পাতায় একটা লাইন হলেও লেখা রয়ে যাবে রাঙ্গুনিয়াতে নুরুচ্ছফা তালুকদার নামের একজন ব্যক্তি ছিলেন। যিনি স্বাধীনতার জন্য এই অবধান রেখেছেন। কারণ ইতিহাস কখনও মিত্যা বলতে পারে না।’

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাঙ্গুনিয়া উপজেলা পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়াম হল রুমে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পিতা অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপলক্ষে রাঙ্গুনিয়া সমিতি চট্টগ্রামের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অকৃপণচিত্রে বলতে চাই, এই রাঙ্গুনিয়াসহ সারাদেশে যারা স্বাধীনতার জন্য কাজ করেছে তাদের ইতিহাস কখনও মুছতে পারে নাই। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সেই দুর্দিনে বঙ্গবন্ধুর আহবানে এই নুরুচ্ছফা তালুকদার সাথে ছিলো। বঙ্গবন্ধুর আহবানে সকল মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার জন্য অবধান রেখেছেন।’

চসিক মেয়র বলেন, ‘একটি ফুল যখন ফোটে তখন সুগন্ধি ছড়িয়ে যায়। তখন ফুলটিকে যদি পাথর চাপা দেন, বস্তা চাপা দেন, যতই কিছু দেন সুভাষ কিন্তু একই থাকবে। প্রয়াত অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার ব্যক্তিটি ছিলেন ফুলের মতো। যাদের সুভাষ ধীরে ধীরে মানুষের মাঝে ছড়িয়ে যাবে। আজ তার সন্তান মন্ত্রী হয়ে দেশে আলো দিচ্ছে, আজ তার সন্তান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এই রাঙ্গুনিয়ার এমপি।’

রাঙ্গুনিয়া সমিতি চট্টগ্রামের আহ্বায়ক প্রফেসর মো. নুরুল আনোয়ারের সভাপতিত্বে অধ্যাপক মো. মাহবুবুল আলমের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডীন অধ্যাপক সেকান্দর হোসেন চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, হাটহাজারী ইংলিশ ইডেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. খালেদ মাহমুদ, পোমরা ইউপি চেয়ারম্যান জহির আহমেদ চৌধুরী, রাঙ্গুনিয়া পৌর মেয়র মো. শাহজাহান সিকদার, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ইফতেখার হোসেন বাবুল, রাঙ্গুনিয়া আ'লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী শামসুল আলম তালুকদার, বেতাগী ইউপি চেয়ারম্যান সফিউল আলম শফি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, উপজেলা আ'লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ প্রমুখ।

এআই