বুধবার ২৯ নভেম্বর ২০২৩

| ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১২:০৫, ১৮ জানুয়ারি ২০২২

নিজস্ব প্রতিবেদক

কর্মী সৃষ্টিতে দক্ষতার পরিচয় দিয়েছিলেন তারেক সোলায়মান: আ জ ম নাছির

প্রকাশের সময়: ১২:০৫, ১৮ জানুয়ারি ২০২২

নিজস্ব প্রতিবেদক

কর্মী সৃষ্টিতে দক্ষতার পরিচয় দিয়েছিলেন তারেক সোলায়মান: আ জ ম নাছির

স্মরণসভায় বক্তব্য রাখছেন আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, কর্মী সৃষ্টিতে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছিলেন তারেক সোলায়মান সেলিম। তিনি বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের মাধ্যমেও তৈরি করে গেছেন শত শত কর্মী। যারা আজ আওয়ামী আদর্শের ভ্যানগার্ড হিসেবে স্ব স্ব অবস্থান থেকে কাজ করছে। 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে নগরের কোতোয়ালী থানার আলকরণ এলাকার একটি কমিউনিটি সেন্টারে তারেক সোলায়মান সেলিম স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সাবেক সিটি মেয়র আ জ ম নাছির আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে নিয়ে ছাত্র জীবন থেকে রাজনীতিতে নিবেদিত ছিলেন তারেক সোলায়মান সেলিম। আওয়ামী আদর্শের এই সৈনিক আজীবন দলের কর্মী হয়ে কাজ করে গেছেন। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে তৃণমূল পর্যায় থেকে গড়ে তুলেছেন হাজারো ত্যাগী কর্মী। 

এদিকে, সকালে আলকরণ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা তারেক সোলায়মান সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলকরণ বায়তুল রহমান জামে মসজিদস্থ মরহুমের কবরে রাজনৈতিক, সামাজিক সংগঠন ও পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও আলকরণ ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্বাস রানার সঞ্চালনায় স্মরণসভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, কার্য নির্বাহি সদস্য আবদুল লতিফ টিপু, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, গোলাম মোহাম্মদ জোবায়ের, আতাউল্লাহ চৌধুরী, আবদুস সালাম মাসুম, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সদস্য বোখারী আযম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সহসভাপতি  মো. ইমতিয়াজ বাবলা বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে আমরা ক'জন মুজিব সেনার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা মো. ওসমান, জাফর আহমদ, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলমসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইচবি/এসএ