
এএইচএম খায়রুজ্জামান লিটন ও আনোয়ারুজ্জামান চৌধুরী
রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। এখন ভোট গণনা চলছে। দুই সিটিতেই সর্বশেষ পাওয়া ভোটের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এগিয়ে রয়েছেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫৫টি কেন্দ্রের মধ্যে পাওয়া ৫৬ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৯৫১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন লাঙল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪২১টি ভোট।
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রাপ্ত ৫৬ কেন্দ্রের ফলাফল জানা গেছে।
অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশনের ১৯০ কেন্দ্রের মধ্যে ৮০ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৬২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল লাঙল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২৩৭।
সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদির। সন্ধ্যা সাড়ে ৬টায় ৮০ কেন্দ্রের ফলাফল জানা গেছে।
এসএ