
প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরের লালদিঘীর পাড়ে জেলা পরিষদের মার্কেটের সামনে ১৪ দলের গণসমাবেশে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে।
বুধবার (৩১ মে) বিকেলে পৌনে ৫টার দিকে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় কাউন্সিলর ওয়াসিম উদ্দিন মাথায় আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
চট্টগ্রাম ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন বলেন, আমাদের সুন্দর সমাবেশ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সমাবেশ চলবে।
কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশন) আরমান হোসেন জানান, দুই পক্ষের মধ্যে চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটেছে । আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। সমাবেশ পুনরায় শুরু হয়েছে।
এসএ