
মির্জা ফখরুল ও মির্জা আব্বাস
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাসা থেকে নিয়ে আসার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদ করতে বিএনপির দুই নেতাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এর আগে ভোর সাড়ে ৩টার দিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানান দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
মিজা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, ‘রাত তিনটার দিকে ডিবি পুলিশের জ্যাকেট পড়া চারজন বাসায় প্রবেশ করে। বাকিরা বাসার নিচে ছিল। সাড়ে ৩টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তারা নিয়ে যায়।’
মির্জা আব্বাসের স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, ‘কথা আছে বলে মির্জা আব্বাসকে ডিবি পুলিশ নিয়ে গেছে।’
কেডি