
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জনসমাবেশ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল চারটায় নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে এ সমাবেশ শুরু হয়। শুরুতে বেলুন উড়িয়ে সমাবেশ উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
এদিকে বিকেল তিনটা থেকে সমাবেশ চত্বরে আসতে শুরু করেন নগরীর ১৫টি থানা, ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ চৌধুরী হাসনীর সঞ্চালনায় ও মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মঞ্চে উপস্থিত আছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল কুমার সরকার, ইব্রাহীম হোসেন বাবুল, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধরসহ কার্যকরী কমিটির সদস্যরা।
এইচবি/জেডএইচ