
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মই বেয়ে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সেই কয়েদিকে প্রায় ২ বছর পর শরীয়তপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ জুন) দুপুরে শরীয়তপুর পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবু বক্কর সিদ্দিক (৩৭) সাতক্ষীরার শ্যামনগর থানার চণ্ডীপুর এলাকার মৃত কেছের আলীর ছেলে। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দী ছিলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আবু বক্কর সিদ্দিক নিজের তৈরি মই বেয়ে পালিয়ে যান। একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। পরে আপিল করলে সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০১২ সাল থেকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।
নাওডোবার মিনাকান্দি চৌরাস্তা এলাকায় তার চলাফেরায় পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে। পরে খোঁজ নিয়ে পুলিশ নিশ্চিত হয়, তিনি সেই পলাতক আসামি। পরে ওই দিনই তাকে শরীয়তপুর আদালতের মাধ্যমে শরীয়তপুর কারাগারে পাঠানো হয়।
যেভাবে পালিয়েছিলেন আবু বক্কর
২০২০ সালের ৬ আগস্ট বেলা সোয়া ১১টার দিকে কাঁধে একটি মই নিয়ে সাধারণ পোশাকে কারাগারের ব্রহ্মপুত্র ভবনের প্রধান ফটক দিয়ে বের হন। সিসিটিভিতে দেখা যায়, ওই সময় তার আশপাশে দায়িত্বরত কারারক্ষীরা ঘোরাফেরা ও গল্প করছেন। ছিদ্দিক মইটি কাঁধে নিয়ে ব্রহ্মপুত্র ভবনের বাইরের ফটক দিয়ে বেরিয়ে মাঠের ভেতর দিয়ে কারাগারের মূল ফটকের দিকে যান। মূল ফটকে দায়িত্বরত কারারক্ষীর সামনে দিয়ে মই নিয়ে গেলেও তিনি বাধার সম্মুখীন হননি। দুপুর ১২টা ২০ মিনিটে মই পড়ে থাকতে দেখে একজন কারারক্ষী মইটি কয়েদি গোয়েন্দা জাকিরকে দিয়ে কেস টেবিলে পাঠান। ওই সময় গঠিত তদন্ত কমিটির ঘটনার বর্ণনা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায় আবু বক্কর সিদ্দিক কারাগারের ভেতরে আত্মগোপন করেছিলেন। তখন তিনি সেল এলাকার সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন। এক দিন পর তাকে সেই ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল।
এআই