
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঝাঁক বেঁধে নেমে এ সরকারকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। তার মাধ্যমে গঠিত নির্বাচন কমিশন দিয়ে একটা স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘নির্বাচন কমিশন গঠনের নাটক এবং নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে রিজভী বলেন, কোনো নিষেধাজ্ঞার তোয়াক্কা আওয়ামী লীগ করে না। কোনো বিধিনিষেধে কিছুই হয়নি এদের। অবৈধ ক্ষমতায় থাকার কারণে তাদের মধ্যে এ বোধ তৈরি হয়েছে , এদের কেউ কিছু করতে পারবে না।
তিনি বলেন, গণতন্ত্রের লাশ এখন কঙ্কালে পরিণত হয়েছে। এরপর মাটির সঙ্গে মিশে যাবে।
এ সময় তিনি সংবাদ সম্মেলনে বিদায়ী সিইসি নুরুল হুদার বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘সত্য কথা বলেছেন নুরুল হুদা- তার কোনো ব্যর্থতা নেই, শুধুই সফলতা আছে। কারণ ইভিএম মেশিন কিনতে গিয়ে শত কোটি টাকার দুর্নীতি হুদা সাহেবের সফলতা। নির্বাচন কমিশনে চাকরির নামে যে কোটি কোটি টাকা লোপাটের ব্যবস্থা, তা নুরুল হুদা সাহেবের বিশাল সফলতা।’
আরসি