সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১২:৩৯, ৫ ফেব্রুয়ারি ২০২২

মহানগর ডেস্ক

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

প্রকাশের সময়: ১২:৩৯, ৫ ফেব্রুয়ারি ২০২২

মহানগর ডেস্ক

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

করোনা আপডেট

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু। গত এক দিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আট হাজার ৩৫৯ জনের। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছিলেন ৩০ জন, আর শনাক্ত হয়েছিল নয় হাজার ৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ৩৫ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩.৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন সাত হাজার ১৭ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন।

মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ২১ জন পুরুষ এবং ১৫ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ২৫ জন, চট্টগ্রাম বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের তিনজন, সিলেট বিভাগের একজন, রংপুর বিভাগের দুইজন এবং ময়মনসিংহ বিভাগের দুইজন।

মারা যাওয়া ৩০ জনের মধ্যে ১৯ জন পুরুষ এবং ১১ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১৭ জন, সিলেট বিভাগের তিনজন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রাজশাহী ও খুলনা বিভাগে দুইজন করে এবং বরিশালের একজন। রংপুর ও ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

এসএ