
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে অনুসন্ধান (সার্চ) কমিটিকে আওয়ামী লীগ সরকারের ‘ভোট চুরির প্রজেক্ট’ বলে অভিহিত করেছেন বিএনপি নেতারা।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের নেতারা এ মন্তব্য করেন।
এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে আহ্বায়ক করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা মনে করি, এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। এ সরকার থাকলে বিএনপি কোনো নির্বাচনে যাবে না।
স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটা আওয়ামী লীগ সরকারের ভোট চুরির প্রজেক্ট। সার্চ কমিটি গঠনে রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতা নেই। জনগণ ও গণতন্ত্রের কল্যাণে আসবে না- এমন সার্চ কমিটি নিয়ে বিএনপি ভাবছে না।
দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সার্চ কমিটি হলো মানুষকে বিভ্রান্ত করা। আওয়ামী লীগের বাইরে সব রাজনৈতিক দল নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার প্রত্যাশা করে। দলনিরপেক্ষ সরকার ক্ষমতায় না থাকলে প্রশাসন, নির্বাচন কমিশন কোনোটাই নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। এই লোক দেখানো সার্চ কমিটির কাছে ভালো কিছু প্রত্যাশা করা যায় না।
প্রসঙ্গত, নতুন সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দেবে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি।
আরসি