
একাকিত্বকে দোষারোপ করে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করা অভিনেতা রিয়াজের শ্বশুর আবু মহসিন খান মৃত্যুর পরেও লাশঘর থেকে ফিরেছেন নিঃসঙ্গতায়। ঢাকা মেডিকেল কলেজের লাশঘর থেকে তার লাশ নিয়ে বের হতে দেখা গেছে দুজনকে।
৫৮ বছর বয়সী আবু মহসিন খান পেশায় ছিলেন ব্যবসায়ী। থাকতেন ধানমণ্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর ভবনে নিজের ফ্ল্যাটে। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওই বাসা থেকে ফেসবুক লাইভে এসে নিজের ব্যবসায়ী অংশীদারদের প্রতারণা, ক্যান্সারে আক্রান্ত ও একাকিত্বের কথা বলে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি। এ খবর দ্রুতই ফেসবুকে ছড়িয়ে পড়ে।
আবু মহসিন এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। বড় ছেলে তার মাকে নিয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। মেয়ে থাকেন শ্বশুর বাড়িতে। নিজের ফ্ল্যাটে তিনি একাই থাকতেন।
এসএ