সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১২:৫০, ২ ফেব্রুয়ারি ২০২২

মহানগর ডেস্ক :

খালেদা জিয়া সুস্থ, বিএনপি নেতারা হতাশ : বললেন তথ্যমন্ত্রী 

প্রকাশের সময়: ১২:৫০, ২ ফেব্রুয়ারি ২০২২

মহানগর ডেস্ক :

খালেদা জিয়া সুস্থ, বিএনপি নেতারা হতাশ : বললেন তথ্যমন্ত্রী 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে ঘরে ফেরায় বিএনপি নেতারা প্রচণ্ডভাবে ‘আহত ও হতাশ’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, তারা (বিএনপি) দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, শুধু তা নয়; তারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েও মিথ্যাচার করে গেছে ক্রমাগত। এর প্রমাণ বেগম জিয়ার সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া। অর্থাৎ তাদের পুরো রাজনীতিটাই মিথ্যার ওপরে প্রতিষ্ঠিত।

বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আন্দোলন করেছে, সেই আন্দোলন এখনও চলমান। এ নিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার যে পথ বেছে নিয়েছিল, তা থেকে ফিরে এবার মানুষের মন জয় করার কর্মসূচি নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়ে তিনি বলেন, বিদেশে চিঠি লিখে, লবিস্টের মাধ্যমে ষড়যন্ত্র করে বিএনপি রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে। এ বিষয়ে সরকারের বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করেছে।

তিনি জানান, বাংলাদেশকে সাহায্য বন্ধ করার জন্য তারা যে বিভিন্ন দেশে চিঠি দিয়েছেন- সেসব প্রমাণ এখন সরকারের কাছে রয়েছে। বিভিন্ন দেশের লবিস্ট ফার্মের সঙ্গে তাদের চুক্তির তথ্য-উপাত্তও সরকারের হাতে এসেছে। সেখানে তাদের নেতাদের স্বাক্ষর আছে।

মন্ত্রী বলেন, সরকার বিদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করে দেশের উন্নয়নের জন্য। আর বিএনপি করে দেশ ধ্বংসের জন্য। তিনি বিএনপিকে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধের আহ্বান জানান।

তবে সরকারের বিরুদ্ধে লবিস্ট নিয়োগের অভিযোগ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর প্রায় সব উন্নয়নশীল দেশ রফতানি বাড়ানোর জন্য, দেশের ভাবমূর্তি বাড়ানোর জন্য এবং দেশের পর্যটন বাড়ানোর জন্য লবিস্ট নিয়োগ করে। বাংলাদেশ সরকারও পিআর নিয়োগ করেছে এবং এটি পৃথিবীর সব উন্নয়নশীল দেশেই হয়।

তিনি বলেন, ‘এই পিআর ফার্ম নিয়োগ করার ফলে আমাদের রফতানি বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, আমাদের ভাবমূর্তি আগের তুলনায় অনেক ভালো হয়েছে।’

আরসি