সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৩:২৯, ১ ফেব্রুয়ারি ২০২২

মহানগর ডেস্ক :

বললেন মির্জা ফখরুল

প্রবাসীদের দেশপ্রেমিক পদক্ষেপকে সাধুবাদ জানায় বিএনপি 

প্রকাশের সময়: ১৩:২৯, ১ ফেব্রুয়ারি ২০২২

মহানগর ডেস্ক :

প্রবাসীদের দেশপ্রেমিক পদক্ষেপকে সাধুবাদ জানায় বিএনপি 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

একজন প্রবাসী বাংলাদেশি কর্তৃক লবিস্ট নিয়োগের বিষয়টি বিএনপির ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালাচ্ছে সরকার।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকার তাদের অপরাধমূলক কর্মকাণ্ড আড়াল করতে এবং দুঃশাসনকে প্রলম্বিত করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের কৌশল হিসেবে লবিস্ট নিয়োগের বিষয়টি উল্লেখ করছে।

মির্জা ফখরুল বলেন, আজ দেশের সীমানা পেরিয়ে গোটা বিশ্বের কাছে বাংলাদেশ গণতন্ত্রহীন, মানবাধিকারহীন, ন্যায়বিচারহীন একটি দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। এ কথা নিশ্চিত করে বলা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই কর্তৃত্ববাদী সরকার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার কবর রচনা করেছে।

তিনি বলেন, মানুষের ভোটের অধিকার হরণের জন্য সরকারি বাহিনী ব্যবহার করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, রাজনৈতিক গায়েবি মামলার মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত এই সরকার। তাদের অপকর্মের জন্য যদি কারো ভিসা বাতিল হয় এবং নিষেধাজ্ঞা আরোপ হয়- তা গোটা জাতির জন্য কলঙ্কজনক। নির্লজ্জ সরকার এটাকে জাতীয় সঙ্কট হিসেবে গণ্য না করে বেহায়ার মতো তাদের অপকর্ম ঢাকার চেষ্টায় লিপ্ত।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত ব্যবস্থাকে ধামাচাপা দিয়ে এই অবৈধ সরকার জনগণের করের টাকায় আমেরিকায় লবিস্ট নিয়োগ করেছে, যা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্বীকৃত। তার ভাষ্যমতে, সরকারের ভাবমূর্তি পুনরুদ্ধারে তারা লবিস্ট নিয়োগ করেছে। খুন, গুমের মতো অপরাধের সাথে জড়িত ব্যক্তির দায় কিংবা স্বেচ্ছাচারিতায় নিমজ্জিত প্রতিষ্ঠানের দায় রাষ্ট্র কিংবা সরকার কিভাবে জনগণের টাকায় ভাবমূর্তি রক্ষার নামে ব্যয় করে!

বিগত কয়েক দিন সরকারের বিভিন্ন মন্ত্রীর অভিযোগ ‘মির্জা ফখরুল বিদেশে চিঠি লিখে লবিস্ট নিয়োগ করার পক্ষে কাজ করেছেন’-এর জবাবে ফখরুল বলেন, ‘বিদেশে লেখা আমার ওই চিঠিগুলো কোনো লবিস্ট নিয়োগের বিষয়ে নয়, মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের প্রতি আহ্বান মাত্র।’

বিএনপি তাদের আন্দোলন-সংগ্রামের অংশ হিসেবেই দেশের উন্নয়ন সহযোগীদের সমর্থন চায়, মানবাধিকার লঙ্ঘন বন্ধ চায়। একইসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশি-বিদেশি অংশীদারদের এই সরকারের সব অপকর্ম সম্পর্কে জানাতে চায়।

তিনি বলেন, দেশের গণতন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যদি কোনো প্রবাসী কোনো পদক্ষেপ নেয়- সে দায় তার, বিএনপির নয়। ওই পদক্ষেপকে নৈতিক সমর্থন বাদে অন্য কোনো দায়-দায়িত্ব বিএনপি বহন করে না। বিশ্বের দেশে দেশে প্রবাসীদের গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষার জন্য এ ধরনের দেশপ্রেমিক পদক্ষেপকে বিএনপি সাধুবাদ জানায় এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করে।

অবিলম্বে সরকার পদত্যাগ করে খুন-গুমের সাথে জড়িত নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তাসহ সকলের নিরপেক্ষ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিশ্চিত করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

আরসি

সম্পর্কিত বিষয়: