সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
০৭:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২২

মহানগর ডেস্ক

আজ সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

প্রকাশের সময়: ০৭:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২২

মহানগর ডেস্ক

আজ সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

খালেদা জিয়া (ফাইল ছবি)

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় ফিরছেন। আজ মঙ্গলবার বিকেল ৬টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করবেন।

এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, এ উপলক্ষে এভারকেয়ার হাসাপাতাল কর্তৃপক্ষের গঠিত খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ড সংবাদ সম্মেলন করবে। হাসপাতালটির অডিটোরিয়ামে সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করা হবে।

৭৭ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী শারীরিক নানা জটিলতায় ভুগছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় গত ৯ জানুয়ারি তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়।

গত ১৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের অধীন ভর্তি হন খালেদা জিয়া। তার চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। এদিকে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। 
 

কেডি

সম্পর্কিত বিষয়: