সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১২:২০, ৩০ জানুয়ারি ২০২২

আন্তর্জাতিক ডেস্ক :

করোনায় চতুর্থজনের মৃত্যুতে শোকাহত ভুটানের প্রধানমন্ত্রী  

প্রকাশের সময়: ১২:২০, ৩০ জানুয়ারি ২০২২

আন্তর্জাতিক ডেস্ক :

করোনায় চতুর্থজনের মৃত্যুতে শোকাহত ভুটানের প্রধানমন্ত্রী  

করোনাভাইরাস মোকাবেলায় অনেকটা সফল ভুটান। দেশটিতে নতুন করে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪। চতুর্থ জনের এই মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।

শনিবার (২৯ জানুয়ারি) এক ফেসবুক বার্তায় শেরিং বলেন, 'করোনায় আরও একটি মূল্যবান জীবন হারিয়েছে তা জেনে বুলেটের আঘাতের মতো মনে হয়েছিল। আমি জাতির সঙ্গে শোক প্রকাশ করছি ও আমাদের প্রিয় বন্ধুর জন্য প্রার্থনা চালিয়ে যাচ্ছি।'

লোটে শেরিং বলেন, মহামারির বিরুদ্ধে লড়াই করার জন্য আরও কাজ করা দরকার ছিল। ভুটান করোনাকে সম্পূর্ণরূপে নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ- জানান তিনি।

জানা গেছে, করোনায় শুক্রবার (২৮ জানুয়ারি) দেশটিতে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নতুন করে শনাক্ত হয়েছে ২০৫ জন। করোনার আবির্ভাবের পর দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ৫ হাজারের কম। এছাড়া দেশটির সকল প্রাপ্ত বয়স্ক লোককে ২০২১ সালের মাঝ বরাবর টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।

আরসি