সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৩:৪৪, ১৭ জানুয়ারি ২০২২

মহানগর ডেস্ক :

করোনা মহামারি

লাফিয়ে বাড়ছে শনাক্ত ও মৃত্যু

প্রকাশের সময়: ১৩:৪৪, ১৭ জানুয়ারি ২০২২

মহানগর ডেস্ক :

লাফিয়ে বাড়ছে শনাক্ত ও মৃত্যু

দেশে লাফিয়ে বাড়লো করোনায় আক্রান্তের সংখ্যা, মৃত্যুও। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে এই মরণঘাতী ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৭৬ জন। এছাড়া এই সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১০ জন।

সোমবার (১৭ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত রবিবার (১৬ জানুয়ারি) দেশে করোনায় ৫ হাজার ২২২ জন শনাক্তের খবর পাওয়া যায়। এ সময় মৃত্যুবরণ করেন ৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৪৩১টি নমুনা সংগ্রহের বিপরীতে অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৯৮০টি। শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৪ জন পুরুষ এবং ৬ জন নারী।

বয়স বিশ্লেষণে দেখা যায়, এদের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ৭ জন, চট্টগ্রামের ২ জন এবং বরিশালের ১ জন রয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়।

সর্বশেষ ১০ জনসহ দেশে করোনায় মোট মৃত্যু ২৮ হাজার ১৫৪।

আরসি