সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১১:১০, ৮ জানুয়ারি ২০২২

মহানগর ডেস্ক :

ফখরুল বললেন- কীসের সংলাপ!

প্রকাশের সময়: ১১:১০, ৮ জানুয়ারি ২০২২

মহানগর ডেস্ক :

ফখরুল বললেন- কীসের সংলাপ!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে বিএনপি যাবে না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কীসের সংলাপ! এই সংলাপ ইতোমধ্যেই অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছে।

শনিবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা আগেই বলেছি- এই সংলাপে কোনো লাভ হবে না। অর্থহীন সংলাপ। যদি নির্বাচনকালে নিরপেক্ষ সরকার না থাকে, তাহলে নির্বাচন কমিশনের কিছুই করার নেই।

তিনি আগে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। তারপর পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এটাই একমাত্র পথ। এর বাইরে কোনো পথ নেই।

ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তি এখন গণদাবি। এই দাবি অবশ্যই সরকারকে মেনে নিতে হবে। আর গণদাবি অস্বীকার করে অতীতের সরকারগুলোর যে অবস্থা হয়েছে, এই সরকারকেও সেই পরিণাম ভোগ করতে হবে।

মহানগর নিউজ/আরসি