
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজপথে উত্তাল তরঙ্গ সৃষ্টি করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের উত্তাল তরঙ্গে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার সুনামির মতো ভেসে যাবে।
বুধবার (৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে খুব কঠিন বন্ধুর পথ। এই পথ আমাদের পাড়ি দিতে হবে।
এ সময় গুরুতর অসুস্থ দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার জেনেশুনে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, কোনো রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী না হয়ে বেগম খালেদা জিয়াকে এ মুহূর্তে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা দরকার। খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কিছু হলে সরকারের প্রত্যেককে হত্যার আসামি করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে।
মহানগর নিউজ/আরসি