
মিয়ানমারে নিপীড়নের শিকার রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে
গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গাকে ‘বাংলাদেশের সংখ্যালঘু’ সম্প্রদায় বলে আখ্যা দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এর কড়া প্রতিক্রিয়া জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পরিচয় প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর বিষয়টিতে উদ্বেগ জানিয়ে বাংলাদেশকে চিঠি দেয় ইউএনএইচসিআর। সেখানে রোহিঙ্গা নিরাপত্তায় বাংলাদেশের পদক্ষেপ সম্পর্কেও জানতে চাওয়া হয়। উত্তরে রোহিঙ্গা নেতার হত্যাকাণ্ডের আগে ও পরে বাংলাদেশ কী ব্যবস্থা নিয়েছে এবং কী ধরনের নিরাপত্তা দিয়েছে তা জানানো হয়েছে। ২০২১ সালের ১৮ নভেম্বর জাতিসংঘ থেকে এ চিঠি পাঠানো হয়।
ওই কর্মকর্তা জানান, জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিশেষ দূতকে বাংলাদেশ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, রোহিঙ্গারা মিয়ানমারের ক্ষুদ্র নৃগোষ্ঠী। তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মানবিক কারণে বাংলাদেশ তাদের সাময়িকভাবে আশ্রয় দিলেও তারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নয়।
চিঠিতে বিশেষ দূতকে রোহিঙ্গাদের `মিয়ানমারের ক্ষুদ্র নৃগোষ্ঠী' হিসেবে সঠিকভাবে উল্লেখ করতে অনুরোধ করেছে বাংলাদেশ।
চিঠিতে জানানো হয়, কক্সবাজারে এক হাজার ৬১৬ পুলিশ এবং ৪২৭ আনসার সদস্য রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় রয়েছে। সঙ্কট সমাধানে মিয়ানমারের রাজনৈতিক অনিচ্ছা রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত করছে বলে জানিয়েছে ঢাকা। এছাড়া ক্যাম্প এলাকা ঘিরে বিভিন্ন সন্ত্রাসীগোষ্ঠী গড়ে উঠছে বলেও উল্লেখ করা হয় ওই চিঠিতে।
আরসি