বুধবার ২৯ নভেম্বর ২০২৩

| ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৪:৩৩, ২ ফেব্রুয়ারি ২০২২

আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমার

রোহিঙ্গা ইস্যুতে এবার নমনীয় ক্ষমতাচ্যুতরা

প্রকাশের সময়: ১৪:৩৩, ২ ফেব্রুয়ারি ২০২২

আন্তর্জাতিক ডেস্ক :

রোহিঙ্গা ইস্যুতে এবার নমনীয় ক্ষমতাচ্যুতরা

মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে দলে দলে রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে

রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন-নির্যাতন ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) করা মামলার বিচারকার্যের ওপর থেকে আপত্তি তুলে নিয়েছে দেশটির ছায়া সরকার (জান্তাবিরোধী জাতীয় ঐক্যের সরকার)।

সেনা অভ্যুত্থানের এক বছর পূর্তিতে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) একটি বিবৃতি প্রকাশ করে জান্তাবিরোধী ছায়া সরকার। বিবৃতিতে মামলাটির বিচারকার্য থেকে আপত্তি তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

ইতিপূর্বে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে এ বিচারকাজে প্রাথমিক আপত্তি জানিয়েছিলেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর ও গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। কিন্তু গত বছরের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানে তার সরকার ক্ষমতাচ্যুত হলে পরিস্থিতি বদলে যায়। এখন ছায়া সরকার ওই আপত্তি তুলে নেওয়ার ঘোষণা দিল।

ছায়া সরকার বলেছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর নৃশংসতা আইসিজের তরফে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। এতে জান্তা সরকার এখন যেসব নৃশংস অপরাধ সংঘটিত করছে, সেগুলো বন্ধ হওয়ার পথ তৈরি হবে।

রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে মিয়ানমারের বিরুদ্ধে ২০১৯ সালের নভেম্বরে আইসিজেতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া।

এ প্রেক্ষিতে ২০১৯ সালের ডিসেম্বরে দ্য হেগে এ মামলার শুনানিতে অংশ নিয়েছিলেন সু চি। শুনানিতে সরকারের পক্ষ থেকে আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ অস্বীকার করেন তিনি। আপত্তি জানান ওই অভিযোগের তদন্ত ও বিচারে আইসিজের এখতিয়ার নিয়ে।

সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের ক্ষমতাচ্যুত রাজনীতিক, আইনপ্রণেতা ও জান্তাবিরোধী আন্দোলনকারীদের নিয়ে গঠিত হয়েছে এ ছায়া সরকার। জান্তাবিরোধী এ সরকার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে। তাই রোহিঙ্গা ইস্যুতে বেশ নমনীয় অবস্থান নিয়েছে তারা।

তবে ছায়া সরকারের এ অবস্থানের নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেনি আইসিজে।

আরসি