
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি, সর্বগ্রাসী দুর্নীতি, বিদ্যুতের লোডশেডিং, গ্রেফতার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে খাগড়াছড়িতে সমাবেশস্থলে যাওয়ার পথে বিএনপি’র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা করে আওয়ামী দুর্বৃত্তরা। অতর্কিত এই হামলায় অনেকেই মারাত্মকভাবে আহত হন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল।
এক বিবৃতিতে তিনি বলেন, দমন নিপীড়ন, মামলা-হামলা, গুম-খুন করে জনগণের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে কোন লাভ হবে না। দেশের জনগণ আওয়ামী সরকারের অধীনে আর কোন নির্বাচন হতে দিবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি জনগণের সাথে রাজপথ আন্দোলনে থাকবে।
বিএনপি মিডিয়া সেল ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মীর হেলাল আরও বলেন, এই সরকারের কাছে বিচার চাইবো না। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের উপর নির্যাতন নিপীড়নে জড়িত সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা হবে।
এসএ