
ঊষা নারী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ
ঊষা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী কমিটির এক সভা সংগঠনের নিজস্ব কার্যালয় চট্টগ্রাম নগরের চৌমুহনী একে টাওয়ারে সংগঠনের সভাপতি শাহানা আক্তার শিলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আরমিনা হক পুষ্পার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলার আনজুমান আরা, ঝর্ণা রানী বড়ুয়া, সুপ্তি তলাপাত্র, কান্তা ইসলাম মিনু, আফরোজা আক্তার পুর্ণিমা, সাবিত্রী দত্ত, আফরোজা আক্তার রিতু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, শিক্ষা উপবৃত্তির মতো সরকারের সামাজিক কর্মসূচিগুলোতে উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সুফল পাচ্ছে নিম্মবিত্ত নারীরা।
সভায় অতীতে ঊষার স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে লিভার, জরায়ু ও স্তন ক্যান্সার রোগ বিষয়ে নারীদের সচেতনেতামুলক কর্মসূচিতে প্রান্তিক পর্যায়ে সাড়া পাওয়ায় ভবিষ্যতে ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সাম্প্রতিক সময় তীব্র তাপমাত্রা বেড়ে যাওয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বর্ষার শুরুতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এসএ