সোমবার ০২ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৪:৩৫, ১৮ এপ্রিল ২০২৩

অনুরূপ টিটু

ফিনল্যান্ডে নাচে গানে বাংলা বর্ষবরণ

প্রকাশের সময়: ১৪:৩৫, ১৮ এপ্রিল ২০২৩

অনুরূপ টিটু

ফিনল্যান্ডে নাচে গানে বাংলা বর্ষবরণ

ফিনল্যান্ডের হেলসেঙ্কির স্কুলে বর্ষবরণের অনুষ্ঠান

ফিনল্যান্ডের হেলসেঙ্কির স্কুল মিলনায়তনটি যেন শনিবার (১৫ এপ্রিল) রূপ নিয়েছিল একখণ্ড রমনা বটমূল বা চট্টগ্রামের ডিসি হিল চত্বরে। বাঙালির হাজার বছরের ঐতিহ্য পয়লা বৈশাখের প্রাণের উৎসবে মেতেছিলেন শত শত বাংলাদেশি নর–নারী। বৈশাখী মেলা আর গান নাচ আবৃত্তিতে তারা দেশের সংস্কৃতিকে তুলে ধরেছিলেন প্রবাসের বুকে। ষড়ঋতুর গানের সুরে সুরে বরণ করেছিলেন বাংলা নতুন বছরকে। অনুষ্ঠানের নাম দেওয়া হয় ঋতুরঙ্গ।

‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে পয়লা বৈশাখের অনুষ্ঠানের পর্দা উঠে। এর পর কখনো কবিতা কখনো গান এবং নাচে মিলনায়তন মেতে ওঠে। বরিষ ধরার মাঝে, মন মোর মেঘের সঙ্গী, কিংবা আজ মন চেয়েছে সুরের অনুরণনে যেন অবগাহন করেছেন দর্শকেরা প্রিয় দেশের চেনা বর্ষায়। 

“শরৎ তোমার অরুনাঞ্জলি’ কিংবা  ‘হেমন্তে কোন বসন্তে’ নাচের মধ্য দিয়ে ঋতুভিত্তিক দেশের ছবি ভেসে ওঠে। কেউ পরিবেশন করেন হিমের রাতে ওই গানটি। এ ছাড়া শীতের হাওয়ায় লাগলো নাচন– গানের সঙ্গে নাচে অংশ নেন। সবশেষে বসন্তকে দুয়ারে নিয়ে হাজির হন -বসন্ত এসে গেছে গানের মধ্য দিয়ে। ফাগুন হাওয়ায় হাওয়ায় সম্মেলক গানেও কম নাচেনি মিলনায়তন। 
সর্বশেষ মেলায় যাইরে গানতো উন্মাতাল করেছে দর্শকদের।

এ বর্ষবরণ উপলক্ষে মিলনায়তনের এক পাশে বিভিন্ন রকমারি খাবার ও পোশাকের দোকান বসেছিল। মেহেদিতে হাত রাঙানোর সুযোগও ছিল। শিশুদের জন্য ছিল বায়োস্কোপ। 

এসএ