
বক্তব্য রাখছেন ব্যারিস্টার মীর হেলাল
বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তে যেখানে বাক-স্বাধীনতার গলায় ফাস, দেশের মানুষ কথা বলতে পারছেনা। সব সেক্টর মূখ থুবড়ে পড়েছে শুধু প্রবাসীদের রেমিট্যান্সের উপরেই দেশ চলছে।
সোমবার (১০ এপ্রিল) দুবাই বিএনপির উদ্যোগে সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি সকলকে গ্রুপিংয়ের উর্ধ্বে উঠে কাজ করে যাওয়ার আহবান জানান।
দুবাই বিএনপির সদস্য সচিব মুজিবুল হক মঞ্জু ও ছাত্রনেতা হুমায়ুন কবিরের প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাকির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক আব্দুস সালাম তালুকদার, আমিরাত বিএনপির ১ম সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান, সম্মানিত সদস্য মোস্তফা মাহমুদ, ইসমাইল হোসেন তালুকদার, করিমুল হক, শাহিনুর শাহিন, মোহাম্মদ সোলাইমান, শামসুন নাহার স্বপ্না, নূর হোসেন সুমন, এস এম মোদাচ্ছের শাহ, নীল রতন দাস, শাহাদাত হোসেন সুমন, নাসির উদ্দিন চৌধুরী, ফরিদ আহমেদ শাহিন, আবুল বাসার, আজিজুল ইসলাম কিরণ।
এতে আরও বক্তব্য রাখেন মুস্তফা চৌধুরী, লোকমান, সেলিম আজাদ মুন্না, মোহাম্মদ শহিদুলাহ, ভিপি ইলিয়াস, এরশাদ, আলি আজগর, সজিব গাজি, তরিকুল ইসলাম, ফারুক সগির প্রমুখ।
এসএ