বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩

| ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৯:১৫, ৯ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

কথন সম্পাদক ফারুক হাসান আর নেই

প্রকাশের সময়: ১৯:১৫, ৯ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

কথন সম্পাদক ফারুক হাসান আর নেই

কথন সম্পাদক ও ছড়াকার ফারুক হাসান বুধবার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টায় ব্রেনস্ট্রোকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

বৃহস্পতিবার বাদে জোহর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে নামাজে জানাযা শেষে বিকেলে পটিয়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রয়াত ফারুক হাসান চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা নজির আহমদ লেইনের হাজী ইকবালের প্রথম পুত্র। তিনি বাংলাদেশ গীতিকবি সংসদ চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি ও বাংলাদেশ বেতার চট্টগ্রামের গীতিকার। 

গীতিকার ফারুক হাসানের মৃত্যুতে গীতিকবি সংসদের উপদেষ্টা ডা. গোলাম মোস্তফা, সৈয়দ মহিউদ্দীন, প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, সংগঠনের সভাপতি লিয়াকত হোসেন খোকন, সাধারণ সম্পাদক এস. আনিস আহমদ বাচ্চু, জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক সরোজ আহমেদ, চট্টগ্রাম মঞ্চশিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের, সাধারণ সম্পাদক কামরুল আজম চৌধুরী টিপু, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, টিভি ও বেতার শিল্পী ফজলুল কবির চৌধুরী, ইউনোস্ক ক্লাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. মনির উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

এসএ