
প্রতীকী ছবি
একুশে পত্রিকার সম্পাদকীয় পরামর্শক নজরুল কবির দিপুর বাবা মো. ফজলু মিয়া আর নেই। মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রয়াত মো. ফজলু মিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি তিন ছেলে ও তিন মেয়ের বাবা।
বুধবার (৮ মার্চ) জোহরের নামাজের পর নরসিংদী সদরের দগরিয়া মসজিদ প্রাঙ্গণে (পুলিশ লাইন্সের বিপরীতে) প্রয়াত মো. ফজলু মিয়ার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ফজলু মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার। তাঁরা প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসএ