বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩

| ১১ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৯:২৩, ৬ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

‘বেগম ডালিয়া নাজনীন ছিলেন মহিয়সী নারী’

প্রকাশের সময়: ১৯:২৩, ৬ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

‘বেগম ডালিয়া নাজনীন ছিলেন মহিয়সী নারী’

দোয়া মাহফিল

বিএনপি মিডিয়া সেল ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের মমতাময়ী মা বেগম ডালিয়া নাজনীন, ছোট বোন নুসরাত নাজনীন নাছির এবং ফুফু শামসুন্নাহার বেগমের ১৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরের চট্টেশ্বরীস্থ ডালিয়া কুঞ্জে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির নেতৃবৃন্দ বলেন, বেগম ডালিয়া নাজনীন নাছির রাজনৈতিক পর্যায়ে একজন অনুসরণীয় ও মহিয়সী নারী ছিলেন। তিনি রাজনৈতিক নেতা কর্মীদের প্রতি মমত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। বীর চট্টলার আপামর জনতা তাঁর কৃতিত্ব শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। মানব কল্যাণময়ী বিভিন্ন কাজে তিনি ছিলেন খুবই উদার ও অপোসহীন। চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে তাঁর প্রয়োজনীয়তা অপূরণীয়।
 
এসময় মোনাজাতে ডালিয়া নাজনীনসহ নুসরাত নাজনীন ও শামসুন্নাহার বেগমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, নগর বিএনপি'র সদস্য হারুন জামান, ইকবাল চৌধুরী, ঈসমাইল বালী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মজিবর রহমান চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু হাসনাত, রাঙ্গামাটি পৌরসভা সাবেক পৌর মেয়র জূলফিকার আলী ভুট্টো, নগর বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু মূসা, চট্টগ্রাম মহানগর মা ও শিশু অধিকার ফোরামের যুগ্ম আহবায়ক মাহবুব রানা, উত্তর জেলা যুবদলের সভাপতি, হাসান জসিম, সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহেদুল আবছার জুয়েল, নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, নগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, নগর যুবদলের সহসভাপতি এমএ রাজ্জাক, সহসভাপতি আবদুল করিম, নগর সেচ্ছাসেবক দলের সহসভাপতি শহিদুল্লাহ বাহার, নগর যুবদলের যুগ্ম সম্পাদক সেলিম উদ্দীন রাসেল, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, হাটহাজারী উপজেলা বিএনপি সদস্য সালাউদ্দীন আলী প্রমুখ।

এসএ