বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩

| ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
২০:৩৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

নজরুল একাডেমির ভাষা উৎসবে শিক্ষার্থীদের উচ্ছ্বাস 

প্রকাশের সময়: ২০:৩৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

মহানগর ডেস্ক

নজরুল একাডেমির ভাষা উৎসবে শিক্ষার্থীদের উচ্ছ্বাস 

কবি নজরুল একাডেমির ভাষা উৎসব

কবি নজরুল একাডেমি চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ভাষা উৎসব’। শনিবার (২৫ ফেব্রুয়ারি)  চট্টগ্রাম শিল্প একাডেমিতে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন।

দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাপানের অনারারি কনস্যুলার নুরুল ইসলাম।

জাপানের অনারারি কনস্যুলার নুরুল ইসলাম বলেন, বাংলা ভাষাভাষীরা মায়ের ভাষার জন্য প্রাণ দিয়েছে। পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য এমন আত্মত্যাগের নজির নেই।

কবি চট্টগ্রাম  নজরুল একাডেমি নির্বাহী পরিচালক নুরুন নবী বলেন, আমরা চাই ভাষার উৎসবে সব সময়ই তারুণ্য লেগে থাকুক। এতে অংশ নিয়ে নগরের শিশুরা অনুপ্রাণিত হোক। তাইতো উৎসবের দায়িত্ব আমরা তরুণদের ওপরই সঁপে দিয়েছি।

আবৃতি শিল্পী ও নজরুল একাডেমি চট্টগ্রামের পরিচালক জেবুন্নাহার শারমিন ও উম্মে সালমা নিঝুমের উপস্থাপনায় একাডেমির শিশু কিশোররা দেশের গান, আবৃত্তি, নৃত্যের প্রানবন্ত সাংস্কৃতিক পরিবেশনায় মাতান শিল্পকলা মঞ্চ। এর আগে কবি নজরুল একাডেমির শিশু কিশোরদের শত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পরে শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। 

সন্ধ্যায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন জনপ্রিয় টিভি উপস্থাপিকা নবনীতা চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান, কেয়ার নিউট্রেশনের সিনিয়র ম্যানেজার মাহবুবুল আলম।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আবু সালেক বীর প্রতীককে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। তার হাতে কবি নজরুল একাডেমির পক্ষ থেকে সম্মাননা তুলে দেন ফ্যাশন ডিজাইনার রওশন আরা।

এছাড়া, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য চট্টগ্রাম এলিমেন্টরী স্কুলের প্রধান শিক্ষক জয় সেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন একাডেমির নির্বাহী পরিচালক নুরুন নবী ওবং একাডেমি উপদেষ্টা ওয়াহিদ জামান। অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান সজল কুমারকে সম্মাননা স্মারক তুলে দেন একাডেমির পরিচালক জেবুন নাহার শারমিন।

এসএ