
মমতাজ খান
জাতীয় সমাজকল্যাণ পরিচালনা পরিষদে বিশিষ্ট সমাজকর্মী’র আওতায় সদস্য পদে মনোনয়ন পেলেন মমতাজ খান।
গত ২৭ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. দেলোয়ার হোসেন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মমতাজ খান একজন সফল রাজনীতিবিদ। তিনি চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর। এছাড়াও তিনি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সদস্য। দীর্ঘদিন থেকে মমতাজ খান নারীর ক্ষমতায়ন ও সমাজ কর্মী হিসেবে কাজ করে আসছে।
মমতাজ খান চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রথম সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খানের মমতাময়ী মা।
এসএ