
শীতবস্ত্র বিতরণ
আদর্শে বঙ্গবন্ধু, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার পথশিশুদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতা মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে সঞ্চালনা করেন সিটি কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাহাদাত।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শাহেদ মিজান।
এতে আরও উপস্থিত ছিলেন, সিটি কলেজ ছাত্রলীগ নেতা মো. শাহদাত, মো. সাইফুল, মো. হাবিব, মো. রাকিবুল, মো. সুজন, হাজেরা-তজু কলেজ ছাত্রলীগ নেতা মো. সিহাব, মো. ওভি, মো. রাকিব, মো. দেলোয়ার মো. শাহিন, মো. আকবর, শ্যামলি পলিটেকনিক কলেজ ছাত্রলীগ নেতা মো. সামির ও মো. আকরাম প্রমুখ।
এসএ