রোববার ০১ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৭:৪৬, ২৫ জুন ২০২৩

মহানগর ডেস্ক

চবি শাটলে কাটা পড়ে প্রাণ গেল দুজনের

প্রকাশের সময়: ১৭:৪৬, ২৫ জুন ২০২৩

মহানগর ডেস্ক

চবি শাটলে কাটা পড়ে প্রাণ গেল দুজনের

প্রতীকী ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শাটল ট্রেনে কাটা পড়ে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

রোববার (২৫ জুন) বিকেলে নগরের অক্সিজেন মোড়ের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের পরিচয় তৎক্ষণাত পাওয়া যায়নি।  

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর স্টেশন মাস্টার এস এম ফখরুল আলম। তিনি জানান, ক্যাম্পাস থেকে বিকেল ৪টায় ছেড়ে আসা শাটল ট্রেন অক্সিজেন এলাকায় পৌঁছালে ২ জন কাটা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ট্রেনে কাটা পড়া দুইজনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। 

এসএ