
জিনিয়াস বাংলাদেশ মেধাবৃত্তি পুরস্কার বিতরণী ও শিশু উৎসব আগামী ১৭ জুন শনিবার, বিকেল ৩টায় আনোয়ারা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন। অনুষ্ঠান উদ্বোধন করবেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী।
জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষানুরাগী, রাজনীতিবিদ আনোয়ার হোসাইন, ৭ নং আনোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব, আনোয়ারা উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আনোয়ারুল কাদের, ব্যাংকার এএসএম নাসির উদ্দিন (ফাহিম), ভিউ পয়েন্ট সিএন্ডএফ লি. এর চেয়ারম্যান আবুল বশর।
এছাড়া শিক্ষাবিদ, রাজনৈতিক, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে আনোয়ারা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কে জি হতে অষ্টম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ল্যাপটপসহ বিভিন্ন শিক্ষা উপকরণ পুরস্কৃত করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ
এসএ