রোববার ০১ অক্টোবর ২০২৩

| ১৬ আশ্বিন ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৯:২০, ৮ জুন ২০২৩

মহানগর ডেস্ক

ইস্টার্ন রিফাইনারিতে ক্রেনের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময়: ১৯:২০, ৮ জুন ২০২৩

মহানগর ডেস্ক

ইস্টার্ন রিফাইনারিতে ক্রেনের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ইস্টার্ন রিফাইনারিতে ক্রেন থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে জসীম উদ্দীন (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসীম (৫৫) বন্দর থানার মাইজপাড়া এলাকার বাসিন্দা।  

ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত জসীম দৈনিক মজুরিতে কাজ করতেন। অতিরিক্ত গরমে মাথা ঘুরে পড়ে যান। এ সময় তার এক পা ক্রেনের চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে জসীমের মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

এসএ