
প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ইস্টার্ন রিফাইনারিতে ক্রেন থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে জসীম উদ্দীন (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসীম (৫৫) বন্দর থানার মাইজপাড়া এলাকার বাসিন্দা।
ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত জসীম দৈনিক মজুরিতে কাজ করতেন। অতিরিক্ত গরমে মাথা ঘুরে পড়ে যান। এ সময় তার এক পা ক্রেনের চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে জসীমের মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএ