
প্যানেল মেয়র ও সংক্ষিত কাউন্সিলর আফরোজা জহুর
বাংলাদেশি একটি সংস্থার আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। মেয়র যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন প্যানেল মেয়র ও সংক্ষিত কাউন্সিলর আফরোজা জহুর (আফরোজা কালাম) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টায় চট্টগ্রাম থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন মেয়র। তাকে বিদায় জানান চসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর (আফরোজা কালাম), কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মেয়র ঢাকা থেকে শুক্রবার রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস্ আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা হবেন। তিনি যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ৪ জুন (রোববার) দেশে ফেরার কথা রয়েছে।
ভারপ্রাপ্ত মেয়র চসিক কর্মকর্তা কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, নগরের উন্নয়ন ও নাগরিক সেবায় আন্তরিকতার সঙ্গে কাজ করবেন তিনি।
এসএ