মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩

| ২০ অগ্রাহায়ণ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
২০:৩১, ২১ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

মুরগির ওজনে অভিনব কারচুপি, ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময়: ২০:৩১, ২১ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

মুরগির ওজনে অভিনব কারচুপি, ২৫ হাজার টাকা জরিমানা

অভিযান।

মুরগি ওজন করার সময় লাফালাফি করে তাই ব্যবহার করা হয় খাঁচা। আর সেই খাঁচার নিচে গোপনে বেঁধে রাখা হয় রশি। সেই রশি পায়ে টান দিলেই বেড়ে যায় ওজন। অভিনব এ প্রতারণার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২১ মার্চ) চট্টগ্রাম নগরের দুই নম্বর গেটের কর্ণফুলী বাজারে অভিযানে মুনতাসীর পোল্ট্রি অ্যান্ড সেলস সেন্টারকে ওজনে কারচুপির অপরাধে এ জরিমানা করা হয়।  

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেবনাথ এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।  

অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে মায়ের দোয়া এন্টারপ্রাইজকে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে না থাকায় ২ হাজার টাকা ও মানিক স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।  

এসএ