সোমবার ০৫ জুন ২০২৩

| ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

KSRM
মহানগর নিউজ :: Mohanagar News

প্রকাশের সময়:
১৭:২৬, ১৯ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

আউটার স্টেডিয়ামে গুঁড়িয়ে দিল অবৈধ স্থাপনা

প্রকাশের সময়: ১৭:২৬, ১৯ মার্চ ২০২৩

মহানগর ডেস্ক

আউটার স্টেডিয়ামে গুঁড়িয়ে দিল অবৈধ স্থাপনা

জেলা প্রশাসনের অভিযান

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকার আউটার স্টেডিয়ামে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এসময় আউটার স্টেডিয়ামের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।  

রোববার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এ মং মারমা।
  
তিনি বলেন, চট্টগ্রাম জেলা ক্রিড়া সংস্থার মাঠ এটি। এ মাঠ রক্ষায় আমাদের অভিযান চলছে। এই মাঠে কোনও অবৈধ স্থাপনা থাকবে না। সকল স্থাপনা উচ্ছেদ করে খেলার জন্য এ মাঠ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আউটার স্টেডিয়ামের যে মাঠ রয়েছে সেটি আমরা সহকারী কমিশনার (ভূমি) ও সার্ভেয়ার দিয়ে পরিমাপ করেছি। মাঠের যে অংশটুকু রয়েছে সেটি লাল দাগ দিয়ে চিহ্নিত করার পর লাল খুঁটিও দিয়েছি। মাঠের ভেতরে যদি কোনও স্থাপনা থাকে সেসব স্থাপনা উচ্ছেদ করা হবে। একটি যুক্তি সংগত সময়ও দিয়েছিলাম। সে সময়ের মধ্যে স্থাপনাগুলো সরায়নি। আজ আমরা অ্যাকশনে গিয়েছি। চট্টগ্রামে ১৫টি উপজেলায় ১৯১ ইউনিয়ন রয়েছে। এক বছরের মধ্যে ১৯১টি খেলার মাঠ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এসএ